Breaking News
Home / Breaking News / কুমিল্লায় চোখে কালো কাপড় বেঁধে ধর্ষনের বিরুদ্ধে লাল সবুজের মানব বন্ধন

কুমিল্লায় চোখে কালো কাপড় বেঁধে ধর্ষনের বিরুদ্ধে লাল সবুজের মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার কুমিল্লা টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।
এসময় সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হোসেন, বিবিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ভূইয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, সদর দক্ষিন শাখার সভাপতি যোবায়ের ইসলাম, দেবিদ্বার শাখার সভাপতি ইমরান আরেফিন ইমু, চান্দিনা শাখার সভাপতি সৌরভ মাক্সুদ, কুমিল্লা দক্ষিন জেলা শাখার অর্থ সম্পাদক মনির হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিনা কবির, সদস্য হুমায়ুন কবির, সিনথিয়া ভূঁইয়া, সিয়াম প্রমুখ।
বক্তারা ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন এবং সরকারের কাছে ধর্ষণের সব্বোর্চ শাস্তি দাবি জানান।

Powered by themekiller.com