Breaking News
Home / Breaking News / মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ফারুক হোসেন ::

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মীরপুর-১ (সিটি মহল কনভেনশন) কার্যকরী শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন,পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

প্রধান অতিথি’র বক্তব্য বলেন সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজকে বদলে দেয়া সম্ভব। তাই যুব সমাজের চরিত্র গঠন, তাদের মাঝে নৈতিক চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ নেয়া আজ জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জাতির ভবিষ্যৎ এ যুব সমাজের একটি অংশ হতাশা ও নেশাগ্রস্ত হয়ে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। যুব সমাজের শিক্ষা, যোগ্যতা ও কর্ম তৎপরতার ওপর নির্ভর করে একটি জাতির ভবিষ্যৎ। যুব সমাজের সৃজনশীলতায় দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বহুমাত্রিক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগুতে হবে। যুব সমাজকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে সৎচরিত্রবান কর্মঠ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এতে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
তিনি বলেন, অতীতে মইনীয়া যুব ফোরাম আর্তমানবতার সেবা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে মানবতার পাশে দাঁড়িয়ে ত্যাগের দৃষ্টান্ত দেখিয়েছে। তার জন্য আমি মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ ও কর্মীদের সাধুবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও ধৈর্য, শৃঙ্খলা, ঐক্য ও সহমর্মিতার সাথে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ্ মো: আবুল কালাম, যুগ্ম সম্পাদক জিএম রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক এইচএম মাকসুদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন প্রমুখ।
সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব বিবরণী পেশ এবং আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Powered by themekiller.com