Breaking News
Home / Breaking News / আগামী ২০ অক্টোবর শাহরাস্তির ৩ ইউনিয়ন পরিষদের উপ-নিবাচন

আগামী ২০ অক্টোবর শাহরাস্তির ৩ ইউনিয়ন পরিষদের উপ-নিবাচন

শাহরাস্তি প্রতিনিধি:
আগামী ২০ অক্টোবর শাহরাস্তির ৩ ইউনিয়ন পরিষদের উপ-নিবাচন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদের বিপরীতে ৪ জন প্রাথী, ২টি সাধারন সদস্য পদে ৪ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন।

মেহের দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন (আওয়ামীলীগ) মনোনীত প্রাথী মো. রুহুল আমিন, (বিএনপি) মনোনীত প্রাথী মো. মাসুদ কবির, (স্বতন্ত্র) প্রাথী কাজী জাহাঙ্গীর আলম ও (স্বতন্ত্র) প্রাথী আবদুল হান্নান।

চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন জহিরুল ইসলাম ও কামাল হোসেন। সুচীপাড়া দক্ষিন ইউনিয়নের সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মো. হুমায়ুন কবির ও মো. অহিদুল ইসলাম।

মনোনয়ন জমাদানের শেষদিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন মনোনয়ন যাচাই-বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ৪ অক্টবর প্রতীক বরাদ্দ ও আগামী ২০ অক্টবর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান সফি আহম্মেদ মিন্টুর মৃত্যুতে এ ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নিবাচন অনুষ্ঠিত হচ্ছে। চিতোষী পশ্চিম ইউপির ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য শহীদুল ইসলাম ও সুচীপাড়া দক্ষিন ইউপির ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য আবদুল আজিজের মৃত্যুতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Powered by themekiller.com