Breaking News
Home / Breaking News / কচুয়ায় দু”টি ইউনিয়নের উপ-নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষনা

কচুয়ায় দু”টি ইউনিয়নের উপ-নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষনা

কচুয়া অফিস প্রধান/মফিজুল ইসলাম বাবুলঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ও সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদে ৯ জন এবং গোহট উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪ জন সদস্য প্রার্থীদের মনোনয়পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার ২৬ (সেপ্টেম্বর) মনোনায়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখে উপজেলা নির্বাচন-রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক এক সাক্ষরিত পত্রে জমা পড়া সকল প্রার্থীদের মনোনয়পত্র বৈধতা ঘোষনা করেন। সাক্ষরিত পত্রে গোহট উত্তর চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোঃ সাঈদ মোরশেদ (স্বতন্ত্র), হাবিবুন নবী মোহাম্মদ শরীফুল হক শাহজী (স্বতন্ত্র), মোস্তফা কামাল (বিএনপি) ও মোঃ কবির হোসেন (বাংলাদেশ আওয়ামীলীগ)। সাচার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন,মোঃ মোশারফ হোসেন (স্বতন্ত্র), এস এম শুভ (স্বতন্ত্র), মোঃ বাকির হোসেন (সতন্ত্র), আসকর আলী (বিএনপি) ও মোঃ মনির হোসেন (বাংলাদে আওয়ামীলীগ)। গোহট উত্তর ৭ নং ওয়ার্ড সদস্য প্রার্থীরা হলেন, আবুল কাশেম, শাখাওয়াত হোমেন, সালাহ উদ্দিন ও আক্তার হোসেন।
মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ আগামী ৩ অক্টোবর এবং ৪ আক্টোবর প্রতীক বরাদ্ধ দেয়ার মধ্যে ২০ অক্টোবর এ দু”টি ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Powered by themekiller.com