Breaking News
Home / Breaking News / বন্যায় ক্ষতিরমূখে জামালপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন

বন্যায় ক্ষতিরমূখে জামালপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন

নিপুন জাকারিয়া :

জামালপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন জুড়ে দেখা দিয়েছে বন্যার পানি। ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের রাস্তা, বিজ্র-কালভার্ট সহ ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।

রবিবার সরোজমিনে সদর উপজেলা লক্ষীরচর ইউনিয়ন ও তুলসীরচর ইউনিয়নে গিয়ে দেখা যায়, দুইটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তাটি যা এলজিইডি মাধ্যমে নির্মিত সড়কের ঘাড়মারা ব্রীজ সংযোগ রাস্তাটি ভেঙ্গে পড়ছে। যার কারনে দুই ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

লক্ষীরচর ইউনিয়নের চর যথার্থপুর, লক্ষীরচর, উজানপাড়া, ভাটিপাড়া, চর গজারিয়া সহ এগারটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ বিষয়ে লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ বলেন, বন্যার পানিতে প্রতিটি গ্রাম ডুবে গেলেও এখনও আসেনি সরকারী কোন সহযোগিতা। সাধারণ মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। লক্ষীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাতেম আলী তারা বলেন, আমাদের ইউনিয়নটি চর এলাকায়। বন্যার পানি এই ইউনিয়নে প্রতিটি গ্রামেই প্রবেশ করেছে। যার কারনে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে সকল রাস্তা-ঘাট। ওই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, এই ইউনিয়নের বাসিন্দারা এখনও পযন্ত কোন সহযোগিতা পায়নি। দ্রুত সরকারী সহযোগিতা প্রয়োজন। তুলসীরচর ইউনিয়নের সবকয়টি গ্রামে পানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এই ইউনিয়নের রাস্তাগুলো। যার মধ্যে রয়েছে লক্ষীরচর-তুলসীরচরের মূল রাস্তা। টিকরাকান্দি চৌরাস্তা মোড় থেকে নরুন্দি যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ ডুবে গেছে বন্যার পানিতে। ইউনিয়নের অনেক কাঁচা রাস্তা ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে তুলসীরচর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান বলেন, আমার ইউনিয়নের সবকয়টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নে প্রবেশের যে মূল সড়কটি তা ভেঙ্গে গেছে। নিজ অর্থায়নে চেষ্টা করেছি রাস্তাটি রক্ষা করার জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। দ্রুত রাস্তাটি সংষ্কার প্রয়োজন। তা না হলে জনদূর্ভোগে পড়বে ইউনিয়নের কয়েক হাজার মানুষ। তুলসীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলায়মান হোসেন বলেন, আমাদের ইউনিয়নটি সদর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত। চর এলাকা হওয়ায় এখানে সাধারণ মানুষের জীবন জীবিকা এমনিতেই অনেক কষ্টের। তার মধ্যে বর্তমান বন্যায় আরও কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন বলেন, বন্যার পানির কারনে আমাদের ইউনিয়নের সবকয়টি গ্রাম পানি নিমজ্জ্বিত হয়ে পড়েছে। যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। জামালপুর সদর উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী বলেন, ব্রীজটি সংষ্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্যা, শাহবাজপুর, শরিফপুর, রানাগাছা, নরুন্দি, ইটাইল, ঘোড়াধাপ সহ প্রায় সবকয়টি ইউনিয়নেই দেখা দিয়েছে বন্যার পানি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য সহ প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।

Powered by themekiller.com