Breaking News
Home / Breaking News / হত্যা ও মাদক মামলার অন্যতম আসামী খালেক খান আটক

হত্যা ও মাদক মামলার অন্যতম আসামী খালেক খান আটক

নিজস্ব প্রতিবেদকঃ
পুরানবাজারের হত্যা ও মাদক মামলার অন্যতম আসামী মোঃ খালেক খানকে (৫৫) আটক করেছে পুলিশ। এ নিয়ে পুরানবাজারে শামীম হত্যা মামলার চার্জসীটভুক্ত ১১ জনকে আটক করা হয়। সুত্রে জানা যায়, গত ৩০ জুন পুরানবাজার মেরকাটিজ রোড ও নতুন রাস্তায় মাদকের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, দোকানপাট ভাংচুর লুটপাটসহ সংঘর্ষ বেধে যায়। এ সময় পুরানবাজার পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হলে চাঁদপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পুলিশ শট গানের ১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালীন সময়ে নিরীহ পথচারী শামীম কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক পক্ষের ইটের আঘাতে মাটিতে লুটে পড়ে। এ সময় স্থানীয়রা শামীমকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসায় তার অবস্থা আশংকাজনক বলে ঢাকা মেডিকেলে রেফার করে। পরদিন সকালে শামীম গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পর দিনই পুরানবাজারে পুলিশবাদী একটি মামলা হয়। মামলায় ৯জনকে চিহ্নিত করে অজ্ঞাত ২’শ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। গত ১৪ দিনে পুলিশ বাদী মামলার ১১জন আসামীকে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মাসুদ হোসেন আটক করতে সক্ষম হয়। ইন্সপেক্টর মোঃ মাসুদ হোসেন বলেন, মাদক ও পুলিশবাদী হত্যা মামলায় মোট ১১ জনকে আটক করে চাঁদপুর মডেল থানায় প্রেরন করা হয়েছে। এমনকি হত্যা মামলায় চিহ্নিত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Powered by themekiller.com