Breaking News
Home / Breaking News / লঞ্চ দুর্ঘটনার প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব

লঞ্চ দুর্ঘটনার প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বিশেষ প্রতিনিধিঃ
বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় আসামী ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরই মধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে মাস্টার আবুল বাশারের অবহেলার কারণেই ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। আজ সকাল ১১ টায় র‌্যাব মিডিয়া সেন্টার, কারওয়ান বাজার ব্রিফিং এর বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশের সদরঘাট নৌ থানা।
ওই থানার ওসি রেজাউল করিম জানান, এর আগে মামলাটির প্রধান আসামি লঞ্চের মালিক সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে দুজনেই জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যে পাওয়া গেছে, মাস্টারের লঞ্চ চালনায় ত্রুটির কারণেই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছে। ঘটনার সময় মাস্টার আবুল বাশার নাসিরকে চালানোর দায়িত্ব দিয়েছিলেন।

মাস্টার আবুল বাশারকে র‌্যাব হস্তান্তর করলে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

Powered by themekiller.com