Breaking News
Home / Breaking News / চাঁদপুর বন্যার পুর্ভাবাস

চাঁদপুর বন্যার পুর্ভাবাস

এম. আর হারুনঃ
উজান থেকে ধেয়ে আসা বন্যার পানিতে চাঁদপুরের কয়েকটি নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। তবে চলতি ভরা বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার আশংকা রয়েছে। বিশেষ করে চাঁদপুরের মেঘনার পানি জোয়ারে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের টানে চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিনের বেঁড়ি বাধের বাইরের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ সময়ের মধ্যে কৃষকরা বিপাকে পড়েছে। তবে বেঁড়ি বাধের ভিতরে জোয়ারের কারনে প্রবেশ করা পানি ফসলাদির ব্যাপক ক্ষতি হবে বলে জানা যায়। গত কয়েকদিনে চাঁদপুরের মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া ও দেশের উত্তারাঞ্চলের কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার কারনেই চাঁদপুরে চলতি বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে। চাঁদপুরের মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে পুরানবাজার এলাকা ভাঙ্গতে শুরু করেছে। এমনি শরীয়তপুরের সখিপুর থানার তারাবুনিয়ার চেয়ারম্যান ষ্টেশন প্রায় বিলীন হয়ে গেছে। চলতি মৌসুমে চাঁদপুরে ভয়াবহ বন্যা দেখা দিলে চাঁদপুরের মানুষ চরম বিপাকে পড়বে বলে আভাস পাওয়া গেছে।

Powered by themekiller.com