Breaking News
Home / Breaking News / পুরানবাজার ৩নং ওয়ার্ড যুবলীগের কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত

পুরানবাজার ৩নং ওয়ার্ড যুবলীগের কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর পৌরসভার পুরানবাজার ৩নং ওয়ার্ড যুবলীগের সকল কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রিয় যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর স্বাক্ষরিত লিপিতে এ আদেশ প্রদান করা হয়েছে। গত ২৯ জুন পুরানাবাজার ১নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের যুবলীগের সংঘর্ষে পথচারী নিহত হওয়া, দোকান ও বসত ঘর ভাংচুর এবং দলীয় নির্দেশ পরিপন্থি বিধি অমান্য করার অপরাধে ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জহির খান, ২নং ওয়ার্ডের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন, দপ্তর সম্পাদক মোঃ মাসদ গাজী, সমাজ কল্যান সম্পাদক মোঃ রাসেল পাটোয়ারীকে যুবলীগ থেকে বহিস্কার করার পর পরই ৩নং ওয়ার্ডের সকল কার্যক্রম স্থগিত করার আদেশ প্রদান করে কেন্দ্রীয় যুবলীগ। বিশেষ করে গত কয়েক বছর যাবৎ পুরানবাজার মেরকাটিজ রোড এলাকায় মাদক ব্যবসায়ীদের বাক বিতন্ডা, চাঁদাবাজি, হামলা ও সংঘর্ষ চলে আসছে। এ নিয়ে দু’পক্ষের মাদক ক্রয় বিক্রয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই টুকটাক মারামারী অব্যাহত থাকে। গত ঈদুল ফিতরের পুর্বে চাঁদা দাবীকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গত ২৯ জুন সন্ধ্যায় এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মেরকাটিজ রোড ও নতুনরাস্তা রনক্ষেত্রে পরিনত হয়। ঐ সময়ে পুরানবাজার পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে না পেরে চাঁদপুর মডেল থানায় সংবাদ দিলে থানার পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে পরে সর্টগানের ১০ রাউন্ড রাবার বুলেট ছুরে। রাত ১০টা এক পক্ষের ইটের আঘাতে পথচারী মোঃ শামীম গুরুতর আহত হয়। আহত অবস্থায় শামীমকে চাঁদপুর সদর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং আশংকাজনক বলে তাকে ঢাকায় প্রেরন করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে শামীম মারা যায়। এ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক নয় বলে কেন্দ্রীয় যুবলীগ এ সিদ্ধান্ত নেয়। তবে ৩নং ওয়ার্ডের সকল কার্যক্রম আগামী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত ঘোষনা করেন।

Powered by themekiller.com