Breaking News
Home / Breaking News / সিইসি’র বক্তব্য ভোটারবিহীন নির্বাচনের পদধ্বনি: রিজভী

সিইসি’র বক্তব্য ভোটারবিহীন নির্বাচনের পদধ্বনি: রিজভী

অনলাইন ডেস্ক :
বিএনপির নিবন্ধন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যকে ভোটারবিহীন নির্বাচনের পদধ্বনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার এক বক্তব্যে বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি নিবন্ধন ঝুঁকির মধ্যে পড়বে। সিইসির এমন বক্তব্যকে পাতানো নির্বাচনের পদক্ষেপ হিসেবে দেখছেন রিজভী।

রিজভী বলেন: প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলে বিএনপিকে ভয় দেখাচ্ছেন, যাতে বিএনপি শেখ হাসিনার অধীনে একতরফা বাকশালী নির্বাচনে অংশগ্রহণ করে।

তিনি বলেন: একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দলের রেজিষ্ট্রেশন থাকে জনগণের হাতে। কাগুজে নিবন্ধনের ঝুঁকির কথা বলে লাভ হবে না। জনগণের বিচারই রাজনৈতিক দলের টিকে থাকার মাপকাঠি।

সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন: যদি বিএনপির নিবন্ধন নিয়ে কোন অশুভ প্ল্যান থাকে, তাহলে সরকারের পাশাপাশি আপনাকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।

Powered by themekiller.com