Breaking News
Home / Breaking News / মতলব উত্তরে সাংসদ রুহুলের ব্যক্তিগত তহবিলে ১২ হাজার পরিবারকে ঈদ উপহার

মতলব উত্তরে সাংসদ রুহুলের ব্যক্তিগত তহবিলে ১২ হাজার পরিবারকে ঈদ উপহার

এইচ এম ফারুক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন গরীব, দুঃস্থ, মধ্যবিত্ত ও নিন্ম বিত্ত ১২ হাজার পরিবারের মাঝে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও ফতেপুর
পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন এর সঞ্চালনায়, আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য বলেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনা ভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্প‚র্ণ আলাদা থাকুন। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দেয়ার সময় রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন, করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকবেন। দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ প্রমুখ। ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি পিচ, বাচ্চাদের কাপড়, নগদ অর্থ, সেমাই, চিনি, পোলাও চাল রয়েছে।

Powered by themekiller.com