Breaking News
Home / Breaking News / চাঁদপুরের প্রথম যোদ্ধা দিজেন্দ্র নারায়ণ চক্রবর্তী আর নেই

চাঁদপুরের প্রথম যোদ্ধা দিজেন্দ্র নারায়ণ চক্রবর্তী আর নেই

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশীল ও শংকরের সহযোদ্ধা ১৯৭১ সালের ৩রা এপ্রিল দেশকে শক্রমুক্ত করতে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরনে অাহত চাঁদপুরের ট্রাক রোড়ের পোদ্দার বাড়ির ট্রাজেডির প্রধান নায়ক একমাত্র জীবিত প্রথম মুক্তিযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োক্য‌মে‌স্টির ছাত্র দিজেন্দ্র নারায়ণ চক্রবর্তী (খোকন) ৪ মে সোমবার রাত ১০টায় ভার‌তে প‌শ্চিমব‌ঙ্গ প্র‌দে‌শের কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরন করেছেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি দীর্ঘ দিন যাবত কিডনী ও লিভারের সমস্যায় ভোগ ছিলেন। চাঁদপুর সদর উপ‌জেলার মৈশাদী ইউ‌নিয়‌নের মৃতঃ লনিনী রঞ্জন চক্রবর্তী ও মৃতঃ বিন্দু বাসীনি চক্রবর্তীর গ‌র্বিত সন্তান। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ঐ সময় বোমায় আহত হয়ে বেঁচে গেলেও এ পর কেউ তাদের খোজ খবর আর রাখেননি।রাষ্ট্রীয় ভাবেও কোন প্রকার সাহায্য সহযোগিতা পায়‌নি। অাহত হওয়ার কারণে তিনি সংসার জীবন করতে পারেননি। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজলার মৈশাদী।

Powered by themekiller.com