Breaking News
Home / Breaking News / জিয়া চ্যারিটেবল ট্রাস্ট: খালেদার জামিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট: খালেদার জামিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল

অনলাইন ডেস্ক :জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রেখেছেন আদালত। একই দিন দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণসহ ৩টি আবেদনের বিষয়ে আদেশ ঘোষণা করবেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ করেছেন, এ রায়ের মাধ্যমে প্রহসনের বিচার করার চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, তড়িঘড়ি নয় যথাযথ প্রক্রিয়ায় বিচারকাজ চলছে।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়ার পর থেকে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অন্য কোনো মামলায় আর হাজিরা দেননি। এই পরিস্থিতিতে আদালতকেই কারাগারে নেয়া হয়।

এখন এ মামলার কার্যক্রম চলছে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে।

Powered by themekiller.com