Breaking News
Home / Breaking News / শাহরাস্তিতে খাদ্য দিতে গিয়ে শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক আহত

শাহরাস্তিতে খাদ্য দিতে গিয়ে শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক আহত

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে সপ্রাবির হতদরিদ্র শিক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খাদ্য প্রদান করতে গিয়ে শিক্ষা কর্মকর্তাসহ এক শিক্ষক মোটরসাইকেল (বাইক) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ফতেপুর সপ্রাবিতে খাবার বিতরণ শেষে ফেরার পথে মালোরা কাজীবাড়ি সম্মুখে আরোহীদের বাইকটি এ দুর্ঘটনার শিকার হয়। আহতরা হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মাইন উদ্দীন ও নিজমেহের মডেল সপ্রাবির সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন ।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্য ডাক্তার আহতদের সার্জিক্যাল সহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক করোনা মহামারীতে সারা দেশের ন্যায় অত্র উপজেলার শতাধিক সপ্রাবি বন্ধ রয়েছে। ওই বিদ্যালয় গুলোতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে অনেক হতদরিদ্র পরিবারের সন্তান রয়েছে।
ওই বিবেচনায় শিক্ষকরা তাদের নিজস্ব অর্থায়নে খাবার কিনে শিক্ষার্থীদের পরিবারকে দিতে ওই শিক্ষা কর্মকর্তা ও আহত শিক্ষকসেখানে ছুটে গিয়েছিলেন। ওই হিসেবে আজকে দুইটি বিদ্যালয়ের ৩২ টি পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরন করা হয়। বিদ্যালয় দুটি হচ্ছে ফতেপুর ও দক্ষিন নিজমেহের সপ্রাবি।

Powered by themekiller.com