Breaking News
Home / Breaking News / মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান বিষয়ক ফলো অাপ প্রশিক্ষণ সম্পন্ন।

মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান বিষয়ক ফলো অাপ প্রশিক্ষণ সম্পন্ন।

জেলা প্রতিনিধি : চাঁদপুরে শিক্ষকদের শ্রেনিকক্ষে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান বিষয়ক ফলো অাপ প্রশিক্ষণ সম্পন্ন।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অায়োজনে,দাতা সংস্থা জাইকার অর্থায়নে চাঁদপুর সদর উপজেলা হল রুমে অাজ শেষ হল মাধ্যমিক স্তরের শিক্ষকদের শ্রেনিকক্ষে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান বিষয়ক তিনব্যাপী ফলোঅাপ প্রশিক্ষণ।গত ২৩ তারিখ থেকে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ৩৫ জন শিক্ষক ও প্রভাষকদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।অাজ ছিল প্রশিক্ষণ এর সমাপনী দিন।অাজকের সমাপনী দিবসে বিকাল চারটায় প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর সদরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা।প্রধান অতিথির বক্তব্যে তিনি চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভাল ফলাফলের ভুয়সী প্রশংসা করেন।অার বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শ্রেনি কক্ষে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান করে এ ফলাফলের ধারাকে অব্যাহত রাখতে অনুরোধ করেন সকল শিক্ষককে। তিনি বলেন তথ্যপ্রযুক্তির যুগে তথ্যপ্রযুক্তি থেকে দূরে থেকে কোন বিভাগেই উন্নতি করা সম্ভব নয়।সভাপতির সমাপনী বক্তব্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন শিক্ষকদের তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে তিনি তার উপজেলায় এরকম প্রশিক্ষণ কার্যক্রম সহ শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত রাখবেন। প্রশিক্ষক ও পুরানবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মাদ হোসেন এর উপস্থাপনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন প্রশিক্ষক ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কিশোর কুমার পাল,চাঁদপুর হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ( ইংরেজি) এম. অাব্দুল অাজিজ শিশির,একাডেমিক সুপারভাইজার সুমন কুমার ও জাইকা প্রতিনিধি প্রমুখ।

Powered by themekiller.com