Breaking News
Home / Breaking News / একটি দুর্ঘটনা….. সারা জীবনের কান্না,সময়ের চেয়ে….. জীবনের মূল্য বেশী,

একটি দুর্ঘটনা….. সারা জীবনের কান্না,সময়ের চেয়ে….. জীবনের মূল্য বেশী,

সময়ের চেয়ে….. জীবনের মূল্য বেশী,
একটি দুর্ঘটনা….. সারা জীবনের কান্না।

আমরা চাঁদপুরবাসী অটোর রাজধানীতে বাস করি। আমার মতে চাঁদপুরে যাত্রীর তুলনায় অটোর সংখ্যা বেশী।তাই চাঁদপুরে অটো দুঘটনার হারও বেশী। দুঘটনা এড়াতে সচেতন হতে হবে। সচেতন হতেই আমার নিচের লেখাটিঃ

ঈদের পর সপরিবারে কক্সবাজারে গিয়ে
আমিতো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম
ওখানকার অটোগুলো দেখে।
প্রথমে একটা দুইটা দেখে মনে হচ্ছিল কোন কারনে হয়তো অটোর ডানদিকে জালদিয়ে বেড়া দেওয়া, পরে দেখলাম না যতগুলো অটো সামনে আসছে সবগুলো অটো একই রকম ডানদিকে জালদিয়ে বেড়া দেওয়া। তখন আমি একজনকে প্রশ্ন করলাম অটোগুলো ডানদিক এইভাবে বেড়া দেওয়া কারন কি?
তখনতো উওর যা পেয়েছি তা হলো ডান দিক দিয়ে উঠা নামার সময় একসিডেন্ট টা বেশী হয়।তাই অটো ড্রাইভারদের নিজ উদ্যোগে তাদের অটো গুলোর ডান পাশ বন্ধ রাখেন।
আমরা কি পারি না চাঁদপুরের অটোরিকশা গুলোর ডান পাশ বন্ধ রাখতে। আসুন আজ থেকে আমরা অটো ড্রাইভার ভাইদেরকে সচেতন করি ডান পাশ দিয়ে যাত্রী তোলা বন্ধ করি। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
ধন্যবাদান্তে,
আশিক খান
প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন।

Powered by themekiller.com