Breaking News
Home / Breaking News / ট্রাম্পের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ট্রাম্পের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন। লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভ্যর্থনার আয়োজন করেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া বিশ্বনেতারা এই অভ্যর্থনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল এতে অংশ গ্রহণ করবে।

জেরেমি হান্ট বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাজ্য।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরাও চাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে।

Powered by themekiller.com