Breaking News
Home / Breaking News / মৈশাদিতে হতদরিদ্রদের জন্য সততা বাজারের উদ্ধোধন

মৈশাদিতে হতদরিদ্রদের জন্য সততা বাজারের উদ্ধোধন

শহর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের পৃষ্ঠপোষকতায় ও জাগ্রত তরুন সংগঠনের ব্যবস্হাপনায় তালতলা বাজারে সততা বাজার চালু করেছেন।বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি আকার ধারন করায় মৈশাদী ইউনিয়নের খেটে খাওয়া এবং হতদরিদ্রদের কথা চিন্তা করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশে ন্যার্য মূল্যে নিত্য প্রয়োজনিয় খাদ্য সামগ্রী বিক্রির লক্ষে সততা বাজার চালু করেছে।
গতকাল মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিক ভাবে সততা বাজারের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ সামছুল আলম চীশতি। এসময় তিনি বলেন,দেশে এখন করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে।সরকার দেশের অসহায় মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে।তেমনি মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমনিরুজ্জামান মানিক পাটোয়ারী নিজ এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে এ সততা বাজার চালু করেছে।এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান,জাগ্রত তারুন্যের সভাপতি মোঃ ওমর ফারুক প্রমুখ।উদ্ধোধন শেষে প্যাকেজ আকারে ১০কেজি চাউল,২কেজি আলু,১কেজি মুশুর ডাল,১ কেজি লবন, ১লিটার, ১কেজি পেয়াজ তেল দেয়া। যতদিন পর্যন্ত এ করোনার প্রভাব রোধ না হবে ততদিন পর্যন্ত তালতলা বাজারে সততা বাজার চালু থাকবে।

Powered by themekiller.com