Breaking News
Home / Breaking News / মরনব্যধি ক‌রোনার প্রভাব রো‌ধে চাঁদপু‌রে প্রশাস‌নের সর্বত্র সর্তকতা জা‌রি

মরনব্যধি ক‌রোনার প্রভাব রো‌ধে চাঁদপু‌রে প্রশাস‌নের সর্বত্র সর্তকতা জা‌রি

ষ্টাফ রির্পোটারঃ
ক‌রোনা ভাই‌রা‌সের প্রভাব দেশব্যাপী বাড়‌তে থাকায় চাঁদপু‌রে গণজমা‌য়েতে নি‌ষেধাজ্ঞাসহ সর্বত্র সর্তকতা জা‌রি ক‌রে‌ছে প্রশাসন। ক‌রোনা থে‌কে জনসাধারন‌কে মুক্ত রাখ‌তে শহ‌রে জেলা প্রশাসন সর্তকতামূলক প্রচার মা‌ইকিং কর‌ছে। সকাল থে‌কে শহ‌রে সর্বত্র বি‌শেষ ক‌রে গণজমা‌য়েতপূর্ণ এলাকায় তথ্য অ‌ধিদপ্ত‌রের প্রচার গাড়ী প্রসাশনের নি‌র্দেশনা ম‌তো ‘পথ প্রচার’ করে যা‌চ্ছে।

১৯ মার্চ বৃহস্প‌তিবার সকা‌লে মূল হে‌ডে সরজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়, ক‌য়েকশত দর্শনার্থী ঘুড়া ফেরা কর‌ছে। জেলার পর্যটন খ্যাত এলাকা মোল হেডেএ ঘুর‌তে অাসাদের পু‌লিশ বের ক‌রে দেন। স্কুল ব‌ন্ধের সু‌যো‌গে অ‌নেক শিক্ষার্থীদের মূল হে‌ডে ক্রি‌কেট খেল‌তে দেখা যায়। পু‌লিশ মূল হে‌ডে অাগত দর্শনার্থী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, অাপনারা অযথা ঘুরা ঘ‌ুরি থে‌কে বিরত থা‌কুন। শিক্ষার্থীরা কোন অবস্থা‌তেই ঘুড়া ঘু‌ড়ি কর‌তে পার‌বে না। যা‌দের মু‌খে মাক্স ছিল না তা‌দের‌কে পু‌লিশ সদস্যরা মাক্স ব্যবহা‌রের পরামর্শ দেন।

সর্বত্র সতর্কবস্থায় র‌য়ে‌ছে প্রশাসন। জনগ‌ণেরজমা‌য়েত রুখ‌তে প্রশাসন জেলার সকল ছোট বড় পার্ক বন্ধ রাখ‌তে কর্তৃপক্ষ‌কে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। ‌যে কোন স্থানে অ‌ধিক লোকজ‌নের সমাগম রোধ কর‌তে কাজ কর‌ছে জেলা প্রশাসন , পু‌লিশ বিভা‌গ ও স্বাস্থ্য বিভা‌গের কমর্কর্তা কর্মচারীগণ। চাঁদপুর সদর হাসপতা‌লে প্র‌বেশ পথে রোগী ও দর্শণার্থী‌দের হাত প‌রিস্কা‌রে জন্য বে‌সিন স্থাপন ক‌রা হয়ে‌ছে। সকল দর্শনার্থী‌কে রোগীর বে‌ডে যাওয়ার পূ‌র্বে সাবান দি‌য়ে হাত ধু‌য়ে যে‌তে হ‌চ্ছে। একাজে দতার‌কি কর‌তে হাসপতাল কর্তৃপক্ষ একজন স্টাফ‌কে সার্বক্ষ‌নিক দা‌য়িত্বরত রে‌খে‌ছে।

Powered by themekiller.com