Breaking News
Home / Breaking News / বঙ্গবন্ধু নারীদের অধিকার সংবিধানে নিশ্চিত করেছেন ” ড. মহীউদ্দীন খান অালমগীর এমপি

বঙ্গবন্ধু নারীদের অধিকার সংবিধানে নিশ্চিত করেছেন ” ড. মহীউদ্দীন খান অালমগীর এমপি

মফিজুল ইসলাম বাবুলঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। সেই লক্ষ্যে আমরা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে নারীদের অধিকার অনেক দুর এগিয়ে নিয়েছি। কচুয়ায় কোনো অবস্থাতেই বাল্যবিয়ে হতে দেবেননা। যেখানেই বাল্যবিয়ের কথা শুনবেন বা দেখবেন সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবগত করবেন।

রবিবার দুপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একইদিন বিকেলে বাংলাবাজার সংলগ্ন বয়ালজুড়ি খালের উপর এবং প্রসন্নকাপ-কাদিরখিল দৃষ্টিনন্দন রাস্তার সুন্দরী খালের উপর সেতু নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক বিশাল জনসভায় পশ্চিম সহেদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় এবং এসব ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুঁইয়া, মতলব (দঃ) আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতল দক্ষিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ফয়েজ আহম্মেদ স্বপন সহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Powered by themekiller.com