Breaking News
Home / সারাদেশ / চাঁদপুর মেডিকেল কলেজে নিউরোলজী বিভাগে ডাঃ মোঃখালেদ মোশাররফ হোসেনের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

চাঁদপুর মেডিকেল কলেজে নিউরোলজী বিভাগে ডাঃ মোঃখালেদ মোশাররফ হোসেনের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

বিশেষ প্রতিনিধ ::
গন মানুষের কথা রেখে যুগোপযুগি ডিজিটাল সোনার বাংলা গড়তে বর্তমান প্রধানমন্ত্রীর বাস্তবায়ন এগিয়ে চলেছে দ্রুত গতিতে, মুজিব বর্ষের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সাধারন মানুষের মাঝে সহজলভ্যে সুচিকিৎসা দেয়ার লক্ষ্যে চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপন করার অনুমতি প্রধান করেন। এমনকি তিনি সারাদেশের ন্যায় চাঁদপুরের উন্নয়ন অব্যাহত রাখার প্রয়াসে চাঁদপুরের মাটি ও মানুষের প্রিয়নেত্রী চাঁদপুরবাসীর অহংকার শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি তা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তিনি চাঁদপুরের ২৫০ শর্যা বিশিষ্ঠ চাঁদপুর জেনারেল হাসপাতাল ভবনের একাংশে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্ভোধন করেন। এমনকি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত করার লক্ষে ডাঃ মোঃ খালেদ মোশাররফ হোসেনকে নিউরো বিভাগে যোগদান করেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর মাতৃছায়া ডায়াগণস্টিক সেন্টারে গরিব অসহায় মানুষের সেবা প্রধান করে আসছেন। বাংলাদেশ সরকার ডাঃ মোঃ খালেদ মোশাররফ হোসেনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেন। তিনি সকলের দোয়া কামনা করেন। আজ কেক কাটা ও দোয়ার অনুষ্ঠিত হয় চাঁদপুর মাতৃছায়া ডায়াগনস্টিক মিলনায়তনে। সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাইনুদ্দিন ,ব্যবস্থাপনা পরিচালক
ফজলে রাব্বি, ম্যানেজমেন্ট ইনচার্জ ওমর ফারুক, ডাঃ আক্তার হোসেন ফারুকুল ইসলাম,মনির আহমেদ, শামসুল আলম খোকন, এন কে সুমন পাটওয়ারী, মাসুদুর রহমান, প্রভাষক ডাঃ শেখ মহসিন, শুভানুধ্যায়ীসহ গুনীজন ব্যাক্তিবর্গ। ডাঃ খালেদ মোশারফ জানান, সরকারের এমন সফলতায় তিনি মুগ্ধ এবং তিনি সর্বময় চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

Powered by themekiller.com