জেলা প্রতিনিধি :রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে দ্বিতীয় ইউরেশিয়ান উইমেন্স ফোরাম। উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ছবি সবার সাথে শেয়ার করছি। এ ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, শান্তি, অান্তর্জাতিক বাণিজ্য, স্বাস্থ্য, অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তির অগ্রযাত্রা, কর্মসংস্থান, বিজ্ঞান, ভবিষ্যতের জ্বালানী, সংস্কৃতি, সমাজ প্রগতি, সুযোগের সমতা, অান্তর্জাতিক সহযোগিতা এবং এ সকল বিষয়ের সাথে নারীর সম্পর্ক ও নারীর অংশগ্রহন নিয়ে অালোচনা চলবে দু’দিন।