Breaking News
Home / Breaking News / জীবনে কিছু করতে হলে সাধনা নিয়ে এগিয়ে যেতে হবে——অ্যাডঃ নূরুল আমিন রুহুল

জীবনে কিছু করতে হলে সাধনা নিয়ে এগিয়ে যেতে হবে——অ্যাডঃ নূরুল আমিন রুহুল

মতলব প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার কালীপুর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল।
গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক হোসাইন মোহাম্মদ শরীফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল আমিন রুহুল এমপি বলেন, জীবনে কিছু করতে হলে সাধনা নিয়ে এগিয়ে যেতে হবে। বড় হয়ে কে কী হবে, কার কী লক্ষ্য এটাই হলো সাধনা বা লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে এগুলে সফলতা আসবেই। খেলাধুলাকেও লক্ষ্য হিসেবে নিতে পারেন। বাংলার দামাল ছেলেরা যুব বিশ্বকাপ জয় করে দেশের মুখ উজ্জ্বল করে দিয়েছে।
এমপি নূরুল আমিন রুহুল আরও বলেন, সরকার লেখাপড়া আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদানসহ নানান সুবিধা দিচ্ছে শেখ হাসিনা সরকার। যা আগে কোনো সরকার করেনি। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই একদিন দেশের হাল ধরবে। তাই এখন থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। তিনি কালীপুর হাইস্কুল এন্ড কলেজের উন্নয়ন করার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাফরিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আক্তারুজ্জামান, সমাজসেবক ছবির আলী বেপারী, প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালী, মতলব কলেজের সাবেক জিএস রহমত উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা এমদাদুল হক।

Powered by themekiller.com