Breaking News
Home / ইতিহাস ও ঐতিহ্য / ঘৃনা ও ভালোবাসা

ঘৃনা ও ভালোবাসা

ফিরোজ আলম
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, ভালোবাসা নেই একবিন্দু।
যদিও তা ছিলো পরিপুর্ণ, যেন এক মহাসিন্ধু।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, নেইতো কোনই টান।
যদিও তা ছিলো হৃদয় জুড়ে, কত কবিতা আর গান।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, মনতো কাঁদেনা আর।
যদিও তা কাঁদতো অবিরত, ভয় ছিলো হারাবার।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, নেই আর হারাবার ভয়।
যদিওবা থাকে মনগভীরে, তা আর আমার নয়।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, তুমি আমারকি কেউ ছিলে?
যদিও ছিলে সবই তবু, কাছে টেনে নয়তো নিলে।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, তোমাকে চাইনা আর।
যদিও চাইতাম খুব করে আজ, দুরত্বটাই আমার।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি তোমার, অযথা দম্ভের মুখ!
যদিও তা কিছুইনা তা, বুঝবে হারিয়ে সুখ।
প্রচন্ড ঘৃনা তোমার প্রতি, তুমি হারাবে সহসা সব।
যদিও তা আর পাবেনা কখনো, যেমনটা শৈশব।

Powered by themekiller.com