Breaking News
Home / Breaking News / মতলবে প্রাক-প্রাথমিকের ৬ বছরের শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা

মতলবে প্রাক-প্রাথমিকের ৬ বছরের শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা

মতলব প্রতিনিধিঃ
মতলব অফিসঃ মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ৬ বছরের শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেছে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র ফজলে রাব্বি (১৪)। তার পিতার নাম রফিকুল ইসলাম, গ্রামের বাড়ী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর।
১৭ ফেব্রুয়ারী শিশু শিক্ষার্থী স্কুলে আসার পথে পাষন্ড ফজলে রাব্বি তাকে জড়িয়ে ধরে মুখ বেধে শ্লীলতাহানীর চেষ্টা করে। শিক্ষার্থীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। শিক্ষার্থীর পিতার নাম মাসুদ মিয়া। গ্রামের বাড়ী আশ্বিনপুর। থানা পুলিশ পাষন্ড ফজলে রাব্বি (১৪) কে আটক করে।
পশ্বিম আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান জানান, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র ফজলে রাব্বি মেয়েটি স্কুলে আসার পথে মুখে কাপড় বেধে রাস্তার পাশে নতুন আরেকটি বাড়ীতে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে আমরা খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করি এবং মতলব দক্ষিণ থানায় অবহিত করলে থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, এ ঘটনার সাথে জড়িত ফজলে রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Powered by themekiller.com