Breaking News
Home / Breaking News / কচুয়ায় শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের শহিদ মিনার নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

কচুয়ায় শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের শহিদ মিনার নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়টি ৫২বছর প্রতিষ্ঠার পর বচুয়ার কৃতিসন্তান চাঁদপুর জেলাপরিষদের সদস্য মোঃ সালাউদ্দিনের উদ্যােগে এবং সম্পূর্ণ সহযোগিতায় শহিদ মিনার চলামান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধায় এ চলমান কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, কলেজ গভর্নিং বর্ডির সভাপতি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন মজুমদার, উপাধক্ষ্য মোহাম্মদ মনিরুজ্জামান, উক্ত শহিদ মিনারের সহযোগি প্রতিষ্ঠাতা মোঃ সালাউদ্দিন ভূইঁয়া, কাতার আওয়ামীলীগ শাখার সহ-সভাপতি জিএস সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-অাহবায়ক সফিক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রিন্স মাহবুব মানিক, কলেজের সকল প্রভাষক ও গভর্নিং বর্ডির অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাস হৃদয়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শহিদ মিনারটি আসছে ২১ফেব্রুয়ারী ২০২০ শুক্রবারের পূর্বেই নির্মান কাজ সম্পূর্ণ হবে এবং এদিন মহান আন্তর্জাতিক মাতৃভাষাভা দিবসে শহিদদের স্বরনে পুষ্প অর্পন করতে পারবে বলে সালাউদ্দিন ভূইঁয়া জানান।
এদিকে এ”লাকাবাসীর দাবীর পরিপেক্ষিতে এ প্রতিনিধির প্রশ্নের উত্তরে গভর্নিং বর্ডির সভাপতি প্রফেসর ডক্টর কলিমউল্লাহ বলেন, কলেজটি জাতীয় করনসহ অন্যন্য উন্নয়নের সকল প্রস্তুতি গ্রহন করা হবে।

Powered by themekiller.com