Breaking News
Home / Breaking News / কচুয়ায় ইউপি চেয়ারম্যান হয়েও ব্যবসা যার নেশা

কচুয়ায় ইউপি চেয়ারম্যান হয়েও ব্যবসা যার নেশা

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর গোহট উত্তর ইউনিয়ন পরিষদের সু-যোগ্য জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সী ব্যবসা যার নেশা। তিনি অত্যান্ত শত ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। আব্দুল হাই মুন্সী ইউনিয়নের পালগীরি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহন করেন। লেখাপড়া শেষে কর্মজীবনে বেশ কয়েক বছর প্রবাসে আর্থিক স্বাবলম্বী হয়ে দেশে এসে রহিমানগর বাজারে ব্যবসা বানিজ্য শুরু করেন। তিনি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে শিল্প প্রতিষ্ঠান এবং রহিমানগর উত্তর বাজারে মুন্সী টাওয়ার নামে উল্লেখ জনক একটি মার্কেট গড়ে তোলে। আর এই মার্কেটের নিছ তলার একটি অংশ ভাড়া বরাদ্ধ না দিয়ে ব্যবসার নেশায় বস্রবিতানসহ বিভিন্ন প্রসাধনী সাজিয়ে সেলস ম্যানের পাশাপাশি সময়ের ফাকেফাকে তিনি নিজেই দোকান্দারী করেন। ২০১৬ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় বিপুল ভোটে তিনি জয়লাব করেন। এছাড়াও আব্দুল হাই মুন্সী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের একজন অনুসারী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে জন-সাধারনের মতামত পেলে আবারও অংশগ্রহণ করবেন। এদিকে তার ইউনিয়নের কয়েকজন ভোটার জন-সাধারনের সাথে আলাপকালে জানান, তিনি আবারও নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাব করবেন।

Powered by themekiller.com