Breaking News
Home / Breaking News / শাহরাস্তিতে এক শিশু উদ্ধার।

শাহরাস্তিতে এক শিশু উদ্ধার।

মোঃ আলমগীর হোসেন শাহরাস্তি চাঁদপুর প্রতিনিধি ঃ শাহরাস্তিতে ছিনতাইকারীর হাত থেকে ছুটে আসা রিপন নামক এক শিশুটিকে উদ্ধার করেছে এলাকাবাসী। সংবাদ পেয়ে ছেলেটিকে উদ্ধার করে শাহরাস্তি পুলিশ হেফাজতে রেখেছে। ছেলেটির বক্তব্য অনুযায়ী সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানা বলবপুর পান্ডা সরকার বাড়ির জামাল হোসেনের পুত্র রিপন হোসেন।

রিপন জানান, সে লাকসামে তার পরিবারের সাথে ভাড়া থাকতো। সে লাকসাম একটি বেকারিতে কাজ করছে। ৩/৪ দিন পূর্বে তাকে সিএনজি স্কুটার যোগে ট্রেনে তুলে নিয়ে আসে। সে আরো জানায়, তার সাথে আরো ১৫ জন ছেলে ছিল। তারা দারোয়ানের অগোচরে সবাই পালিয়ে আসে।

স্থানীয় রুহুল আমিন খন্দকার জানান, রোববার সন্ধ্যায় শাহরাস্তি পৌর সভার ৪নং ওয়ার্ডের ঘুঘুশাল পশ্চিমপাড়া রেলগেইট এলাকায় কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে ছেলেটিকে কান্নারত দেখে তাকে উদ্ধার করেন।

error: Content is protected !!

Powered by themekiller.com