Breaking News
Home / Breaking News / মুজিববর্ষেই পুরো দেশ একসঙ্গে আলোকিত হবে: প্রধানমন্ত্রী

মুজিববর্ষেই পুরো দেশ একসঙ্গে আলোকিত হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধিঃ
৬৪ জেলার ৪০টি জেলা এবং ৪১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি জেলাগুলোতে মুজিববর্ষেই আলো জ্বালানোর কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ফেনীতে ১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ১৮টি জেলার ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি কিনকিউবেটর প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে বিদ্যুৎ খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে ৬৪টি জেলা আমাদের। সেখানে ৪০টা জেলা এখন শতভাগ বিদ্যুৎ হয়ে গেল। আর প্রায় ৪১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিতে পারলাম। আর বাকি যেগুলো আছে, এই মুজিববর্ষেই সেগুলোতে আলো জ্বালাব ইনশাল্লাহ। এই বিশেষ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
বুধবার ঢাকা, ফেনী, গোলাপগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর এই সাতটি জেলার শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Powered by themekiller.com