Breaking News
Home / Breaking News / চাঁদপুরে ৮ দিনব্যাপী এসএমই মেলা

চাঁদপুরে ৮ দিনব্যাপী এসএমই মেলা

ষ্টাফ রির্পোটারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হচ্ছে ৮ দিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’। চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও অপ্সরা ইন্টারন্যাশনাল এ আয়োজন করেছে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হবে।

অপ্সরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক মুনিরা আক্তার এবং প্রধান সমন্বয়ক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম বাবুল জানান, মেলায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, জামদানি শাড়ি, নকশী কাঁথা, প্রসাদন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্পসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর বিপুল সহামার থাকবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এসএমই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Powered by themekiller.com