Breaking News
Home / Breaking News / সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
সাংবাদিকদের গঠনমূলক ও দায়িত্বশীল ভুমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: গণমাধ্যমে আমার পক্ষে এবং বিপক্ষে কী লেখা হচ্ছে তা নিয়ে চিন্তা করি না।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমি কখনোই সংবাদপত্রে খুব ভালো প্রচার এবং সহযোগিতা পাইনি। মালিক পক্ষের কারণেও এটা হতে পারে। আমার পক্ষে বিপক্ষে কী লিখছে সেই বিষয়ে আমি চিন্তা করি না। তবে সাংবাদিকদের সাথে আমার একটা সম্পর্ক আছে।

‘‘জাতির পিতা কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার তৎকালীন পূর্ববঙ্গের প্রতিনিধি ছিলেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে এ সম্পর্কে অনেক কথাই লিখেছেন। সেদিক থেকে আমাকে গণমাধ্যম পরিবারেরই একজন সদস্য মনে করলে খুশি হব’’, বলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ স্থাপনের মাধ্যমে ২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা প্রণয়ন করছে সরকার।

Powered by themekiller.com