Breaking News
Home / Breaking News / বন্যায় পানিবন্দি হয়ে থাকতে হয় প্রায় ৬০ টি পরিবারের

বন্যায় পানিবন্দি হয়ে থাকতে হয় প্রায় ৬০ টি পরিবারের

টাঙ্গাইল প্রতিনিধি –
নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর একটি এলাকার চিত্র এটি। প্রতি বর্ষা মৌসুমে এখানে পানি বন্দি হয়ে থাকতে হয় প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবারের। উক্ত এলাকায় চলচলের পথ বেহাল অবস্থায় পড়ে থাকায় দুর্ভোগে রয়েছে স্থানীয় এলাকাবাসী।
প্রায় ৬০০ গজ সড়কের এই এলাকায় বিগত কয়েক বছর যাবৎ পড়ে আছে এমনই ভাবে, নেয়া হয়নি কোনো দৃশ্যমান উন্নয়নের উদ্যোগ। অথচ প্রায় ৪ থেকে ৫ মাস পানি বন্দি অবস্থায় থেকে দুর্ভোগে চলাচল করতে হয় সদর ইউনিয়ন সহ বাজার,স্কুল,মসজিদ ইত্যাদি স্থানে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর জানায়, পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে সুতরাং এখনই এই এলাকায় সংস্কার করা হোক দেওয়া হোক উন্নয়নের ছোয়া!

Powered by themekiller.com