Breaking News
Home / Breaking News / চাঁদপুরে সন্ধ্যার পর মাইক বাজানো যাবে না

চাঁদপুরে সন্ধ্যার পর মাইক বাজানো যাবে না

বিশেষ প্রতিনিধিঃ
এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে চাঁদপুরে সন্ধ্যার পর উচ্চ স্বরে গান ও মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ নির্দেশ দেন।

গতকাল রোববার এক লিখিত বার্তায় জানানো হয়, চাঁদপুর জেলা শহর ও উপজেলায় সন্ধ্যা ছয়টার পর গানবাজনা, উচ্চ স্বরে ডেকসেট ও মাইক বাজানো যাবে না। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি শহরের এক অভিভাবক তাঁর সন্তানের এসএসসি পরীক্ষার প্রস্তুতি উচ্চ স্বরে মাইকের শব্দে ব্যাহত হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা জারি করেন।

Powered by themekiller.com