Breaking News
Home / Breaking News / যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক : যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চলের নতুন নতুন এলাকা। বগুড়া ও গাইবান্ধায় পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে বাড়ছে বানভাসী মানুষের সংখ্যা। এদিকে, জামালপুরে ভাঙছে ব্রহ্মপুত্র। আতংকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে নদী তীরের বাসিন্দারা। ঝুঁকিতে রয়েছে ঢাকা-জামালপুর মহাসড়ক। শরীয়তপুরে ভাঙন ঠেকাতে পদ্মায় ড্রেজিং শুরু হয়েছে।

যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার নতুন নতুন এলাকা। ফলে বাড়ছে বানভাসী মানুষের সংখ্যা।

এদিকে, কুড়িগ্রামের ধরলা ও তিস্তা নদীর ভাঙন কমলেও ব্রহ্মপুত্রে বিলীন হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। লালমনিরহাটে অব্যাহত আছে তিস্তা ও ধরলা নদীর ভাঙন।

জামালপুরের হরিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন আতংকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। ভিটেমাটি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। কয়েক স্থানে ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে ঢাকা-জামালপুর মহাসড়ক।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৫সেন্টেমিটার ওপর দিয়ে বইছে। ফুলছড়ির কাইয়ার হাট বাঁধ ভেঙে বিলীন হয়েছে সাড়ে তিনশ’ একর জমির ফসল।

এদিকে, মধুমতি নদী ভাঙছে বাগেরহাটের চিতলমারীতে। কলাতলা খেয়াঘাটে পন্টুনের মাটি সরে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙন রোধে ড্রেজিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

Powered by themekiller.com