Breaking News
Home / Breaking News / যত বেশী তথ্য উন্মুক্ত হ‌বে তত বেশী দূ‌র্নিতী হ্রাস পা‌বে: মাহমুদ জামান

যত বেশী তথ্য উন্মুক্ত হ‌বে তত বেশী দূ‌র্নিতী হ্রাস পা‌বে: মাহমুদ জামান

ষ্টাফ রির্পোটারঃ চাঁদপুর জেলা প্রশাসন ও স‌চেতন নাগ‌রিক (সনাক) এর যৌথ অা‌য়োজ‌নে দুই‌ দিনব্যাপী তথ্য মেলা শুরু হ‌য়ে‌ছে।
২৭ জানুয়া‌রি সোমবার দুপু‌রে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে মেলার উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপু‌রের ভারপ্রাপ্ত ‌জেলা প্রশাসক মোহাম্মদ অাবদু্ল্লাহ অাল মাহমুদ জামান। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন,
যত বেশী তথ্য উন্মুক্ত হ‌বে তত বেশী দূ‌র্নিতী হ্রাস পা‌বে। তথ্য অ‌ধিকার অাইন শুধু এক‌টি অাইনই নয় এ‌টি নাগ‌রি‌কের অ‌ধিকার। যে কোন বিভা‌গে তথ্য কোন কর্মকর্তা না দি‌লে তার বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার প্র‌বিধান র‌য়ে‌ছে। জা‌তির জন‌কের সোনার বাংলা গঠ‌নে সক‌লে এক‌ত্রে কাজ করতে হ‌বে। সরকার দূ‌র্নিতী রোধ ক‌ল্পে অবাধ তথ্য প্রবাহ নি‌শ্চিত কর‌তে তথ্য অ‌ধিকার অাইন পাশ ক‌রে।
সভাপ‌তিত্ব ক‌রেন জেলা সনা‌কের সভাপ‌তি অধ্যক্ষ মোশারফ হো‌সে‌ন ও প‌রিচালনায় ছি‌লেন হাসান অালী ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে প্রধান শিক্ষক ইসমত অারা সা‌ফি বন্যা।
এবছর তথ্য মেলায়‌ সরকা‌রি ও বেসরকা‌রি ৩০টি প্র‌তিষ্ঠান নিজ নিজ কার্যক্রম জনগ‌ণের মাঝে তু‌ণে ধর‌তে স্টল সা‌জি‌য়ে‌ছে। চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পু‌লিশ, চাঁদপুর পৌরসভা, ‌জেলা তথ্য অ‌ফিস, ‌সমাজ সেবা অ‌ধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টি (সনাক), সদর উপ‌জেলা প্রশাসন, বাংলা‌দেশ রোড ট্রান্স অথ‌রি‌টি, কৃ‌ষি সম্পসারন অ‌ধিদপ্তর, ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্তর,‌ মৈশাদী ইউ‌নিয়ন পরি‌ষদ, প‌রিবার প‌রিকল্পনা বিভাগ, জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিস, উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস, যুব উন্নয়ন অ‌ধিদপ্তর, বাংলা‌দেশ শিশু একা‌ডেমী, জনস্বাস্থ্য প্র‌কৌশল অ‌ধিদদপ্তর, চাঁদপুর ডায়া‌বে‌টিক হাসপাতাল, মাজাহারুল হক বিএনএস‌বি চক্ষু হাসপাতাল, জেলা নির্বাচন অ‌ফিস, জেলা সমবায় অ‌ফিস, বাংলা‌দেশ;স‌হিলা প‌রিষদ, জেলা স্বাস্থ্য বিভাগ, অাঞ্চ‌লিক পাস‌পোর্ট অ‌ফিস, সূ‌র্যের হা‌সি ক্লি‌নিক, জেলা কর্মসংসংস্থান ও জনশ‌ক্তি অ‌ফিস, নবরূপা সংস্থা, ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স, অায়কর অ‌ফিস, ইয়ুথ এন‌গেজ এন্ড সা‌র্পোট ও ই‌য়েস ফ্রেন্ডস গ্রুপ।

Powered by themekiller.com