Breaking News
Home / Breaking News / তিনি ফরিদগঞ্জ থানার চৌকস ওসি বটে ! মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং এর বিরুদ্ধে ওসির ব্যতিক্রমী উদ্যেগ

তিনি ফরিদগঞ্জ থানার চৌকস ওসি বটে ! মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং এর বিরুদ্ধে ওসির ব্যতিক্রমী উদ্যেগ

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
তিনি ফরিদগঞ্জ থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বটে। এক সময়ে ছিলেন শিক্ষকতা পেশায় । বর্তমানে পুলিশে চাকুরী হয়ে আবার সেই ওসি গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি কলেজে গিয়ে প্রায় আধাঘন্টার জন্য শিক্ষকতা পেশা ছিলেন।
মাদক , বাল্য বিয়ে ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ফরিদগঞ্জে কালির বাজার কলেজে আয়োজিত আলোচনায় ওসি আব্দুর রকিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন, সমাজ থেকে মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং বন্ধ করতে হলে শিক্ষার্থীসহ সকলকে সচেতন হতে হবে। সবাই সচেতন না হলে সমাজ বিরোধী ওই অপকর্মগুলো সমাজটাকে ধংস করে দিবে। তিনি বক্তব্য আলো বলেন, নেপোলিয়েন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও , আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিবো।
উক্ত কলেজে ওসির উপস্থিতি দেখে শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই একই ক্লাসে হাজির হয়ে ওসি আব্দুর রকিবের বক্তব্য মনোযোগ দিয়ে দিয়ে শুনেন। ওসি বক্তব্যর সময় পুরো শ্রেনী কক্ষে ছিল পিন পতন নীরবতা। গনসচেতনা বৃদ্ধির লক্ষে কলেজ ক্যাম্পাসে ওসি আব্দুর রকিবের আগমনে সবার মধ্যেই নুতন উদ্দীপনা দেখা দিয়েছ্ ে।
এ সময় উক্ত কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ নিয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব এ প্রতিনিধিকে বলেন, আমি পুলিশে যোগদানের আগে শিক্ষকতা পেশায় ছিলাম। আমি মনে করি প্রতিটি ভাল কাজের জন্য ভাল ফল আসে। আবার প্রতিটি খারাপ কাজের জন্য খারাপ ফল পাওয়া যায়। মূলত মাদক , বাল্য বিয়ে ও ইভটিজিং এর বিরুদ্ধে গন সচেতনতা বৃদ্ধির লক্ষে বিবেকের তাড়নায় আজ কালির বাজার কলেজের শিক্ষার্থীদের সামনে গিয়ে কিছুটা সময়ের জন্য আমার সেই পূরনো শিক্ষকতার মতো বক্তব্য দিতে পেরে নিজে কিছুটা সময়ের জন্য স্বস্তি বোধ করেছি।

Powered by themekiller.com