Breaking News
Home / Breaking News / কচুয়ার মাসনীগাছায় সুধী সামাবেশে —— বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গিকার নিয়ে কাজ করতে হবে—ড. মহীউদ্দীন খাখ আলমগীর

কচুয়ার মাসনীগাছায় সুধী সামাবেশে —— বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গিকার নিয়ে কাজ করতে হবে—ড. মহীউদ্দীন খাখ আলমগীর

মফিজুল ইসলাম বাবুলঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন-বঙ্গবন্ধু চেয়েছেন স্বাধীন বাংলাদেশে মানুষ স্বাধীন সত্বায় বেড়ে উঠবে। মুক্তভাবে চিন্তা-চেতনার বিকাশ ঘটাবে। প্রতিটি মানুষ গড়ে উঠবে সমৃদ্ধির পথে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গিকার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কচুয়াবাসীর উন্নয়নে ও কল্যানে আমি সর্বদা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। তিনি শনিবার (২৫জানুয়ারী) বিকেলে কচুয়ার মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। এছাড়াও বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সহিদুল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, স্থানীয় অাওয়ামীলীগ নেতা মিজানুর রহমান ও জামাল হোসেন প্রমূখ।

ছবিঃ ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মুনাজাতে দোয়ারত ড. মহীউদ্দীন খান আলমগীর

Powered by themekiller.com