Breaking News
Home / Breaking News / ভয় দেখিয়ে গরু ব্যবসায়ীর কাছে অর্থ আদায়, এসআই প্রত্যাহার

ভয় দেখিয়ে গরু ব্যবসায়ীর কাছে অর্থ আদায়, এসআই প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ডাকাতি মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে শাহজাদপুর থানা থেকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী বিষয়টি তদন্ত করছেন।
জানা যায়, শাহজাদপুরের গরু ব্যবসায়ী আজাদ আলী গত ২০ জানুয়ারি সোমবার এসআই সামিউল ইসলামের বিরুদ্ধে সার্কেল অফিসার ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাহজাদপুরের করতোয়া সেতুর পূর্বপাড়ে আজাদসহ তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ডাকাতি মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে ৯৩ হাজার টাকা হাতিয়ে নেন এসআই সামিউল ইসলাম।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ নিয়ে সংবাদ প্রকাশ করেন।

Powered by themekiller.com