Breaking News
Home / Breaking News / রহিমানগর জনতা ব্যাংক সড়ক জন-দুর্ভোগের মেরামতের কাজ চলছে

রহিমানগর জনতা ব্যাংক সড়ক জন-দুর্ভোগের মেরামতের কাজ চলছে

মফিজুল ইসলাম বাবুলঃ
মানুষের বহু আশা প্রতিক্ষার পর জন-দুর্ভোগের কচুয়া উপজেলালার রহিমানগর উত্তর বাজার বাসষ্টেশন মোড়ের পূর্বদিক ৩”শ ২৮ফুট (১০০) মিটার ব্যস্ততম জরাজীর্ণ জনতা ব্যাংক সড়ক মেরামতের কাজ সম্প্রতি থেকে শুরুর পর বুধবার (২২জানুয়ারি) সকাল থেকে সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডালাইয়ের কাজ চলছে। সকালে ডালাই শুরুর সময় কাজের নিয়ম-অনিয়মের বিচ্ছিন্ন কিছু সমস্যা ঘটলে তাৎখনিক কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ খবর পেয়ে সাথে সাথে তিনি তার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মোঃ জাকির হোসেন চৌধুরী কে সরজমিনে পাঠান। সরজমিনে জাকির হোসেন চৌধুরীর সাথে দেখা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ইউএনও সাহেব বলার পর এখন প্রায় সকাল ১১টায় এসে দেখি বিদ্যুতের সমস্যায় ডালাইয়ের কাজ এখনো শুরু হয়নি। কাজের নিয়ম অনিয়মের তো কোনো প্রশ্নই আসতে পারেনা। সিডিউল মোতাবেক পূর্বের কাজও হয়েছে এবং আজ ডালাইয়ের কাজও হবে। দুপুর প্রায় ১২টার দিকে বিদ্যুত আসলে ডালাইয়ের কাজ শুরু হয় এবং সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই অধিদপ্তর কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতিতে কাজ চলছে। ঠিকাদার দিদার হোসেন জানান, আমার অনিয়মের কাজ করার কোনো সুযোগ নেই। সিডিউল মোতাবেক কাজ করছি এবং সার্বক্ষণিক” প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা কাজের দেখভাল করছেন।

ছবিঃ রহিমানগর জনতা ব্যাংক সড়ক মেরামতের ডালাইয়ের কাজ চলছে। উপস্থিত রয়েছেন, কচুয়া প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ

Powered by themekiller.com