Breaking News
Home / Breaking News / এদের মানুষ পরিচয় দিতে লজ্জা হয়না?

এদের মানুষ পরিচয় দিতে লজ্জা হয়না?

অনলাইন ডেস্ক ::
সামান্য একটু যৌনক্ষুধা নিবারন করতে প্রানটা কেড়ে নাও, মানুষ পরিচয় দিতে লজ্জা হয়না?

নিজের হারালে বুঝবি হারানোর ব্যাথাটা বলে কাকে?
বোনের লাশ দেখে, হারকিউলিস গানটার লিরিক্সের কথা মনে পড়ে গেলো।

কিছুদিন আগে রাস্তা দিয়ে গানটা শুনতে শুনতে যাচ্ছিলাম, এক ভাই বললো কিরে কি শুনিস এটা? এটা কোনো গান হলো নাকি?
আমি বললাম এমনি শুনি,লিরিক্সগুলা ভাল্লাগে।
এই ভালো লাগা লিরিক্সগুলা আমার বাস্তব জীবনে যে হুবুহু মিলে যাবে তা কখনো ভাবিনি।

ভুলেও ভাবিনি আমার জেঠাতো বোনটারও এমন অবস্থা হবে,এমন ভাবে পৃথিবী ছেড়ে যেতে হবে তার।

ফেসবুক ইউজ করার শুরুর সময়টা থেকে ধর্ষনের বিরুদ্ধে সবসময় লেখালেখি করতাম,
নিন্দা ও প্রতিবাদ জানাতাম, যাতে আমার বোনটার সাথে এমন না হয়, এ সমস্যার সমাধান হয়।

আজ সত্যি সত্যিই হয়ে গেলো, হায় নিয়তি!

পাশে স্কুল ব্যাগ,ধর্ষিতা বোনটা লাশ হয়ে পড়ে আছে গাছের নিচে, কন্ঠনালি টা ধুমড়ে মুচড়ে দিয়েছে ধর্ষকের কালো হাত,গলায় অসংখ্য আঘাতের চিহ্ন,বেয়ে পড়ছে রক্ত
আচ্ছা, এমন করলো কেন?
মেয়ে হয়ে জন্ম নেয়াটাই কী তার অপরাধ ছিলো?

অসংখ্য স্ট্যাটাস দিয়েছিলাম- করা হোক, ধর্ষনের শাস্তি মৃর্ত্যুদন্ড।
রাষ্ট্র বললো আরো কয়টা ফাইল জমা হোক, বিষয়টা দেখতেছি।

আর কত?
অসহায় বাবার আহাজারি, বোন হারা ভাইয়ের বোবাকান্না।
জানি রাষ্ট্রের ভাবার সময় নেই,ভেবেও দেখবেনা।

আমার বোন গেলো,আপনার ঘরে বোন নেই?
আসুন সোচ্চার হই,ধর্ষন একটা রাষ্ট্রীয় ব্যাধি, প্রতিহত করতে হবে সবার এক সাথে।

আমার বোন হত্যার বিচার চাই,
সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী দের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই।

আপনাদের মেয়েদের দিকে তাকিয়ে হলেও এমন একটা নজির স্থাপন করুন, আগামীতে যাতে কোনো ধর্ষকের উৎপত্তি এ বাংলার বুকে না হয়।

সংশ্লিষ্ট ভাই/বন্ধু/আত্মীয়স্বজন/গ্রামবাসী আপনাদের সহায়তা একান্ত কাম্য।
আপনারা এগিয়ে আসুন,ধর্ষক নির্মুলে সাহায্য করুন।

বিঃদ্রঃ- আমার জেঠাতো বোন রিয়ামনিকে স্কুল থেকে ফেরার পথে ধর্ষনের পর নির্মমভাবে হত্যা করা হয়।

আল্লাহ তোকে জান্নাতবাসী করুক বোন,তোর স্মৃতি সারাজীবন কাঁদাবে তোর অসহায় ভাইগুলোকে।
ওপারে ভালো থাকিস বোন,দেখা হবে কাল হাশরের ময়দানে।
#poyez_Ibrahim_Rasel উনার টাইমলাইন থেকে নেয়া,,।

Powered by themekiller.com