Breaking News
Home / Breaking News / চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

ষ্টাফ রির্পোটারঃ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল ক‌রে‌ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দু’প্যানেলের প্রাথীরা নির্বাচনের প্রধান কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম ও রিটানিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেনর কাছে মনোনানয়ন পত্র দাখিল করেন।

প্যানেল দুটি হচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত) অ্যাডভোকেট রুহুল আমিন সরকার- সাধারণ সম্পাদক – অ্যাডভোকেট এমদাদুল হক পাটোয়ারী ও যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী পরিষদ এবং সমমনা আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত)- অ্যাডভোকেট ইব্রাহিম খলিল- সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট এমরান হোসেন ও যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া পরিষদ।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রাথীরা হচ্ছেনঃ- সভাপতি পদে অ্যাডঃ রুহল আমিন সরকার, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি পদে এম এ হালিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, যুগ্ম সম্পাদক পদে মোঃ বদরুল আলম চৌধুরী, সম্পাদক ফরমস্ পদে রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরী পদে দিরান মেহেবুবা ইনজেনা ইয়ারিন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে মো: ইমাম হোসেন টিটু, জেনারেল অডিটর পদে মোহাম্মদ নূরুল আমিন খান, রানিং অডিটর পদে মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে সাইফুল ইসলাম শাহিন , সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে প্রভাষ চন্দ্র সাহা ও রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে মোঃ আজিজুল হক হিমেল, সালম্ াআক্তার ও মোঃ শিহাবুল আলম শিবলী।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রাথীরা হলেন-সভাপতি পদে আলহাজ¦ মোঃ ইব্রাহীম খলিল , সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে, মোঃ তহিদুল ইসলাম তরুন, সাধারণ সম্পাদক পদে মোঃ এমরান হোসেন, যুগ্ম সম্পাদক পদে মাসুদ প্রধানীয়া, সম্পাদক ফরমস্ পদে মঞ্জুরুল আলম চৌধুরী, সম্পাদক লাইব্রেরী পদে কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে মোঃ মোজাহেদুল ইসলাম, জেনারেল অডিটর পদে মোঃ জাকির হোসেন পাটওয়ারী, রানিং অডিটর পদে মোঃ কামাল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে মোঃ মাহবুবুল আলম-২, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে আব্দুল কাদের খান ও রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে মানচুর আহমেদ, ফারজানা আক্তার ও নাদিম হোসেন। নির্বাচনে ভোটার সংখ্যা ২৯২।

Powered by themekiller.com