Breaking News
Home / Breaking News / রাজনৈতিক জোট গঠনে তৎপর ইসলামি দলগুলো

রাজনৈতিক জোট গঠনে তৎপর ইসলামি দলগুলো

অনলাইন ডেস্ক :
ভোট এলেই রাজনৈতিক জোট গঠনের তৎপরতা বেড়ে যায়। নিবন্ধিত অথবা অনিবন্ধিত সব ধরনের রাজনৈতিক দল বড় দলের অংশীদার হয়ে ক্ষমতার স্বাদ পেতে আগ্রহী হয়ে ওঠে।

ইসলামি দলগুলোও পিছিয়ে থাকে না দরকষাকষির মাঠে। আবার জনসমর্থন কম থাকলেও কিছু কিছু ইসলামি দল এককভাবে নির্বাচনে অংশ নেয়।

পর্যন্ত কোনো জোটভুক্ত হওয়ার ঘোষণা না দেয়া দু’টি ইসলামি রাজনৈতিক দল চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর দল বাংলাদেশ ইসলামী ঐক্য জোট। আসন্ন জাতীয় নির্বাচনে দু’টো দলেরই ৩শ’ আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপির নেতৃত্বে চারদলীয় ঐক্যজোটের সদস্য ছিল ইসলামী ঐক্য জোট। পরে ২০১৩ সালে এ জোট থেকে বের হয়ে আসে দলটি। অন্যদিকে ইসলাম প্রতিষ্ঠাই নিজেদের রাজনীতির মূল দর্শন বলে জানায় ইসলামী আন্দোলন।

জোট গঠন নিয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও ইসলামের সেবায় যে দল কাজ করবে তাদের সঙ্গে জোট করতে আপত্তি নেই বলে জানিয়েছে ইসলামি এ দলগুলো।

Powered by themekiller.com