Breaking News
Home / Breaking News / শাহরাস্তিতে আমি থাকবো, না হয় মাদক থাকবে: ওসি শাহ আলম

শাহরাস্তিতে আমি থাকবো, না হয় মাদক থাকবে: ওসি শাহ আলম

+
আনোয়ার হোসেন মানিক:
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম (এলএলবি) বলেছেন, মাদক নিয়ন্ত্রনে আমি সাংবাদিকদের সহযোগিতা চাই, শাহরাস্তি থানা হবে মাদক মুক্ত থানা। এখানে আমি থাকবো না হয় মাদক থাকবে। মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

সোমবার (১৭ সেপ্টেম্বর০ সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি যখন যেখানে কাজ করেছি আমার একটা নিয়ম ছিলো যে, আমি কাউকে হাজতে ঢুকালে তাকে বের করার সিস্টেম রাখি নি। এখানে কোন প্রকার তদবির করার সুযোগ নেই। সামনে নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের চোখ কান খোলা রাখতে হবে। এ ব্যপারে তৃণমূল পর্যায়ের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

সভায় শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com