Breaking News
Home / Breaking News / চাঁদপুরে ইংরেজি শিক্ষকদের মিলনমেলা। BELTA কতৃক দিনব্যাপী কর্মশালা

চাঁদপুরে ইংরেজি শিক্ষকদের মিলনমেলা। BELTA কতৃক দিনব্যাপী কর্মশালা

চাঁদপুরে ইংরেজি শিক্ষকদের মিলনমেলা। BELTA কতৃক দিনব্যাপী কর্মশালা

অাজ চাঁদপুর রোটারী ভবনে বসেছিল চাঁদপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ইংরেজি শিক্ষকদের মিলন মেলা। Bangldesh English Language Teachers’ Association , Chandpur Chapter চাঁদপুর জেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষকদের জন্য Teachers helping teachers ( TH T) শিরোনামে চাঁদপুর রোটারী ভবনে দিনব্যাপী এক কর্মশালার অায়োজন করে। ইংরেজি বিষয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও পাঠদান কৌশল শিখানোর মাধ্যমে শ্রেনীকক্ষে অানন্দদায়ক পাঠদান সম্পন্ন করনের লক্ষ্যে BELTA এই কর্মশালার অায়োজন করে।সকাল নয়টায় রোটারী ভবনে BELTA Chandpur Chapter এর সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক এম. অাব্দুল অাজিজ শিশিরের যৌথ উপস্থাপনায়,BELTA Chandpur Chapter এর Co ordinator অাব্দুল খালেক মুন্সী নয়নের সভাপতিত্বে উক্ত কর্মশালার উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের অাকিটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর Dr Patrick Dougherty.উদ্ভোধনী অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন BELTA এর কেন্দ্রিয় কমিটির সভাপতি ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হারুন অর রশিন খান।সারাদিন ব্যাপী এই কর্মশালায় চাঁদপুরের ইংরেজি বিষয়ের বিষয়ভিত্তিক দক্ষতা, শ্রেনি কক্ষে পাঠদান কৌশলের উপর নানাবিধ প্রশিক্ষণ প্রদান করেন।
. 1.Dr Patrick Dougherty – USA
2. Dr Anne McLellan Howard – USA
3.Dr Cherie Brown – Newziland
4.Ms Imogen Custance – UK
5.Dr Marian Wang – Japan

Powered by themekiller.com