Breaking News
Home / Breaking News / কচুয়ায় পুত্রের হাতে পিতার মৃত্যূ নিয়ে গুঞ্জন এবং রহস্য

কচুয়ায় পুত্রের হাতে পিতার মৃত্যূ নিয়ে গুঞ্জন এবং রহস্য

মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের মুন্সি বাড়ির আঃ মতিন (৮৫) এর মৃত্যূ নিয়ে এলাকায় রহস্য দেখা গিয়েছে। সরজমিন রিপোর্ট, আঃ মতিনের বড় ছেলে টিটু বৃহস্পতিবার ঢাকার কর্মস্থল থেকে রাত সাড় ১১টার দিকে বাড়িতে এসে পারিবারিক কলহের জের ধরে পিতার সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় প্রতিবেশী জামাল হোসেন ঘটনার স্থলে ছুটে আসেন এবং তিনি জানান, তাদের চিৎকার শুনে আমি এসে দেখি বসতঘরের সামনে উঠোনে আঃ মতিন চিৎ হয়ে পড়ে রয়েছে। এ অবস্থায় আমি এবং টিটু তাকে ধরাধরি করে বসতঘরের নিজ কক্ষের বিছানায় শুইয়ে রাখি। টিটু শক্রবার (২০ডিসেম্বর) ভোর রাতে পিতাকে এ অবস্থায় রেখে উধাও হয়ে যায়। এলাকায় গুঞ্জন উঠে টিটু তার পিতাকে হত্যা করে পালিয়ে গেছে । তবে তার পারিবারের অন্যান্য সদস্যরা দাবী করেছে, আব্দুল মতিন হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায় এবং তার জানাজার জন্য সকল প্রস্তুতি গ্রহন করে ।
ঘটনাটি এলাকায় চড়িয়ে পড়লে খবর পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহজাহান কামাল ও এস আই মোঃ জসিম উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি অবগত হন এবং তার লাশ ময়না তদন্তের জন্য প্রথমে কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়। এসময় স্থানীয ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ এলাহীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমায়। পুলিশ পরিদর্শক শাহজাহান কামাল জানান, এই ঘটনার পরিপেক্ষিতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং তার লাশ শনিবার সকালে চাঁদপুর মর্গে প্রেরন করা হবে। ময়না তদন্ত রিপোর্টে তার মৃত্যূর রহস্য থাকলে পর-বর্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ছবিঃ কচুয়া থানার পুলিশ আঃ মতিনের মৃত্যুর রইস্য জানতে ঘটনার স্থলে গেলে এলাকার লোকজনের ভিড় একংশ।

Powered by themekiller.com