Breaking News
Home / Breaking News / বিনাবিচারে ছয় মাস ধরে কারাভোগ করেছেন মুক্তিযোদ্ধার ছেলে শরীফ হোসেন (৪২)

বিনাবিচারে ছয় মাস ধরে কারাভোগ করেছেন মুক্তিযোদ্ধার ছেলে শরীফ হোসেন (৪২)

অনলাইন ডেস্ক ::

টাঙ্গাইলের একটি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক হয়ে বিনাবিচারে ছয় মাস ধরে কারাভোগ করেছেন মুক্তিযোদ্ধার ছেলে শরীফ হোসেন (৪২) মুক্তিযোদ্ধা বাবা।

সন্তানের জন্য আইন জীবী নিয়োগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা বাবা।

ছেলেকে বাঁচাতে তিনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

তিনি জানান গত ১০ জুলাই টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ স্থানীয় হাসান আলী রেজা হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে শরীফ হোসেনকে গ্রেফতার করে

১৬ জুলাই তাকে জেলহাজতে পাঠায় পুলিশ।

শরিফকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ।

পুলিশ ওই হত্যার কোন প্রমাণ পায়নি বলে জানান মকবুল হোসেন ।

তিনি বলেন সাক্ষ্য-প্রমাণ পায়নি বলে জানান মকবুল হোসেনে।

তিনি বলেন সাক্ষ-প্রমাণ ও তদন্তে শরীফ যদি দোষী প্রমাণিত হয় তবে তার যে সাজা হবে তা তারা মাথা পেতে নেবে।

কিন্তু আমার নির্দোষ ছেলেকে বাঁচাতে একজন আইনজীবী নিয়োগের জন্য জেলা বার সমিতিতে দরখাস্ত করেও ছেলের মিথ্যা মামলার জন্য কোন আইনজীবীর পাইনি।

আমার ছেলের মিথ্যা মামলার জন্য লড়তে কোনো আইনজীবী কি পাওয়া যাচ্ছে না।
এদিকে বৃদ্ধ বাবা দিশেহারা হয়ে প্রায় মৃত্যুর শরণাপন্ন।

বৃদ্ধ বাবা এখন একা কিভাবে এই আদালত পাড়া দৌড়ে থেকে জামিনে মুক্তি করবেন কিভাবে ওকে পাগল নিয়ে চিন্তিত পিতা।

পরিবারের বড় ছেলে ছেলে শরীফ আর ছোট ছেলে দেশের বাহিরে আছেন।
শরিফ উদ্দিনের স্ত্রী এখন স্বামীর এই করুন পরিনতি দেখে নিজেও কাতর হয়ে পড়েছেন।

তাই প্রশাসনের নিকট তার পরিবারের দাবি এই যে শরীর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে শাস্তি দেয়া হোক তাতে কোন আপত্তি থাকবে না।

তবে নির্দোষ ছেলেকে এভাবে দিনের পর দিন যেন জেলে পচে মরতে না হয় তাই সরকারের নিকট পরিবারের আবেদন।

Powered by themekiller.com