Breaking News
Home / Breaking News / চাঁদপুরে জেলা পর্যায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, এই খেলার মাধ্যমে সবাই আবারো নতুন করে বঙ্গবন্ধুকে নিয়ে ভাববে – ডা.দীপু মনিএমপি

চাঁদপুরে জেলা পর্যায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, এই খেলার মাধ্যমে সবাই আবারো নতুন করে বঙ্গবন্ধুকে নিয়ে ভাববে – ডা.দীপু মনিএমপি

জেলা প্রতিনিধি : চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব ১৭)। গতকাল ১৬ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।তিনি তাঁর বক্তব্যে বলেন,তৃর্ণমূল থেকে আবারো ফুটবলের জাগরণ শুরু হয়েছে। এই খেলার মাধ্যমে ফুটবল প্রেমি,খেলোয়াড় এবং শিক্ষার্থী সবাই আবারো নতুন করে বঙ্গবন্ধুকে নিয়ে ভাববে।জাতির পিতার জীবন সর্ম্পকে জানতে পারবে।তিনি এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন। আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান,পুলিশ সুপার জিহাদুল কবিরপিপিএম,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু জেলা,উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি,সাধারন সম্পাদক,জেলা ক্রীড়া অফিসারসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টে ৯টি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় সহজ জয় পায় চাঁদপুর পৌরসভা। তারা চাঁদপুর সদর উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করেন।বিজয়ী পৌরসভা দলের তুষার,আশিক ,রিপন এবং সদর উপজেলার পক্ষে ইমরান গাজী গোলগুলো করেন। অন্যান্য দলগুলো হচ্ছেঃ ফরিদগঞ্জ,হাইমচর,কচুয়া,শাহরাস্তি,মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা দল।
আজকের খেলাঃ কচুয়া বনাম মতলব দঃ ও ফরিদগঞ্জ বনাম হাইমচর উপজেলা।

Powered by themekiller.com