Breaking News
Home / Breaking News / রানাগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন পিএইচপির শীত বস্ত্র বিতরণ

রানাগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন পিএইচপির শীত বস্ত্র বিতরণ

নিপুন জাকারিয়া ::
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন পিএইচপি’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বিকালে পিএইচপি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে খড়খড়িয়া চৌরাস্তা মোড় উত্তর পাড়ায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। দরিদ্র ও নিপেড়িত মানুষের পাশে থাকার প্রত্যয়ে প্রথম বর্ষপূর্তি পালন করলো সংগঠনটি। সেই উপলক্ষে কেক কাটা শেষে ৪র্থ বারের মতো এ প্রোগামের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন পিএইচপি। পিএইচপি’র শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সমাজ সেবক ফারুক আদহাম। তিনি বলেন, শুধু পিএইচপি’র মতো ছাত্র সংগঠনগুলি নয়, সমাজের প্রতিটি বিত্তবান মানুষের উচিত অবহেলিত দরিদ্র শীতার্ত মানুষের পাশে থাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়নের সমাজ সেবক রেজাউল করিম আকন্দ, ওয়াজেদ আলী, আলহাজ আক্কাছ আলী, ফজল আকন্দ, দেলোয়ার হোসেন, মতি মিয়া, রশিদ আকন্দ, ইউনিয়ন যুবলীগের উপ-প্রচার সম্পাদক শ্রী সুমন পাল প্রমুখ।
এতে সার্বিক সহযোগীতায় ছিলেন- পিএইচপির সদস্য আজাহার উদ্দিন, লিটন মিয়া, হুমায়ুন কবীর, লিটন আহাম্মেদ, ইকবাল, আসাদুল ইসলাম ও মো. গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আল মামুন।

Powered by themekiller.com