Breaking News
Home / Breaking News / “রূপসা জমিদার বাড়ি”এক অপূর্ব নিদর্শন ————– ওমর ফারুক।

“রূপসা জমিদার বাড়ি”এক অপূর্ব নিদর্শন ————– ওমর ফারুক।

স্টাফ রিপোর্টার ::
চাঁদপুর জেলার প্রাচীন জনপদ ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে অবস্থিত। ১৮ শতকের মাঝামাঝি সময়ে আহম্মদ রাজা ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে এখানে জমিদার বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে আহম্মদ রাজার পুত্র মোহাম্মদ গাজী উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করে। ঊনিশ শতকে মোহাম্মদ গাজীর সুযোগ্য পুত্র আহমেদ গাজী চৌধুরী হাত ধরে রূপসা গ্রামে জমিদার পরিবারের প্রসার লাভ করে। জমিদার আহমেদ গাজী ছিলেন প্রজাহিতৈষী একজন সমাজসেবক। দয়া ও দানশীলতা তার চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

রূপসা জমিদার বাড়ি গতানুগতিক অন্যান্য জমিদার বাড়ির মত জীর্ণশির্ণ নয়। জমিদার বাড়িতে মোট তিনটি আলাদা ভবন আছে। এছাড়াও আছে টিনের তৈরী ঘর, পুকুরঘাট, মসজিদ, কবরস্থান এবং সবুজ মাঠ। জমিদার আহমেদ গাজী জনকল্যাণমূলক কাজের জন্য তাঁর বেশকিছু জমি ওয়াকফ করে যান এবং রূপসা আহমদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং রূপসা আহমদিয়া মাদ্রাসা ও মসজিদসহ বেশকিছু প্রতিষ্ঠান স্থাপন করেন।

Powered by themekiller.com