Breaking News
Home / Uncategorized / চান্দ্রা বাখরপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মানের অভিযোগ

চান্দ্রা বাখরপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মানের অভিযোগ

স্টাফ রির্পোটার॥ নালিশী ভূমিতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাখরপুর গ্রামের পাঁচকুড়ি মিজি বাড়িতে। সম্পত্তির দাবিদার ওই বাড়ির মৃত আঃ মান্নান মিজির ছেলে ইসমাইল মিজি জানান, ভাটোয়ারা দেওয়ানী মামলা নং ১৩২/২০১৮ চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে চলমান রয়েছে। এ অবস্থায় বিবাদীরা যাতে নালিশী ভূমিতে কোন প্রকার পাকা স্থাপনা নির্মান না করতে পারে বিজ্ঞ আদালতে বাদী পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।
ইতিমধ্যে আদালত বিবাদীদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ প্রদান করেন।কিন্তু বিবাদী পক্ষ নুরু মিজির ছেলে হাবিব মিজি গং আদালতের সেই আদেশ অমান্য করে গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার জোরপূর্বক বিল্ডিং বানানোর কাজ শুরু করে।বাদী পক্ষ এ ব্যাপারে কিছু বলতে গেলে তাদের হুমকি দেয়া হচ্ছে।
চাঁদপুর সদর উপজেলার অর্ন্তগত ১৬৮ নং বাখরপুর মৌজার সিএস ১২৪ নং এসএ ১১৪ নং খতিয়ান ভুক্ত ৮৭৩ দাগে ভিটি মোঃ.০৪ একর সম্পত্তিতেমৃত নুরু মিজির ছেলে সিরাজ,আলমগীর,কুট্টি মিজি গং এবং সিএস ৬২৬,এসএ ৫৬২নং খতিয়ান ভুক্ত ৮৮৮ দাগ বাগান মোঃ, .০২ একর জায়গার উপর মৃত ছাত্তার মিজির ছেলে জাকির মিজি ,আক্তার মিজি গং পাকা স্থাপনা বিল্ডিং বানাচ্ছে ।
এব্যাপারে চান্দ্রা ইউপি’র চেয়ারম্যান খান জাহান আলী কালু বলেন,বিষয়টি আমাকে ইসমাইল মিজি জানিয়েছে।আমার মতে,আদালতের বিচারাধীন বিষয় চলমান থাকা অবস্থায় ভূমির আকৃতি পরিবর্তন করা ঠিক হবে না।

Powered by themekiller.com